Description
আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের শুধু মাত্র স্বাস্থ্য ও খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা করেন। আবার কেউ কেউ শুধু সন্তানের পড়ালেখা নিয়ে অতি ব্যস্ত থাকেন। যেমন, সকালে টিচার, সারাদিন স্কুল, বিকেলে কোচিং, রাতে আরেক টিচার ইত্যাদি। অনেকে আবার সন্তানের কোনো বিষয়েরই খোঁজ-খবর নেন না, কিন্তু পরীক্ষায় রেজাল্ট খারাপ হলেই শুরু করেন মারধর, শাস্তি ইত্যাদি। এ সত্ত্বেও সকল পিতা-মাতাই মনে করেন তারা “সন্তানের ভাল চান”! তারা সন্তানকে খুব ভালোবাসেন! অথচ একজন আদর্শ পিতা-মাতার বৈশিষ্ট্য কখনোই এমন হতে পারে না।
তো কেমন হবে? বাস্তবতা হচ্ছে, পুঁজিবাদের এই যুগে সবাই চাকরীমুখী হওয়ায় “প্যারেন্টিং” নিয়ে আমাদের সমাজে স্বামী স্ত্রীগণ কোনো শিক্ষা/প্রশিক্ষণের প্রয়োজন মনে করেন না। এই দিকে প্রত্যেক অবিবাহিত ছেলে মেয়েই ভাবে “প্যারেন্টিং এ সে খুব দক্ষ”, অথচ খোঁজ নিলে দেখা যাবে, প্যারেন্টিং নিয়ে তার কোনো স্ট্যাডি নেই।
.
যারা নিজেদের চেয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত, সন্তানকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জীবনকেও নিরাপদ রাখতে চান, এমন অনেক ভাই-বোনদের জন্য এই বই।
Reviews
There are no reviews yet.