Description
জীবন মূলত শূন্যস্থান। হাজারো কোলাহলের মাঝে থেকেও মানুষ একাকিত্ব অনুভব করে। কখনো কখনো ভুলে বসে আপন সত্তাকে, আপন রবকেও। কিন্তু তিনি তার সৃষ্টিকে সুযোগ দেন। ফুরসৎ দেন ফিরে আসার। কেউ ফিরে আসে, কেউ হারিয়ে যায় আঁধারের গহিনে।
.
মানুষ কখনো কখনো দুনিয়ার নগন্য বস্তুর জন্য বিলিয়ে দেয় আপন সত্তাকে। রবের আমানত জেনেও আপন সত্তাকে ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে। ভুলে যায়, তার বন্ধুটি কেবল আল্লাহর একটি সৃষ্টি এবং তার জন্য পরীক্ষা। আর সে তাতে আপন সত্তা খুইয়ে বসেছে। হারিয়ে গিয়েছে কালের গর্ভে।
.
জীবনের ভাঙাগড়ার গল্প কেন এবং কোনটি উত্তম—তা কেবল রবই জানেন। তিনিই নির্ধারণ করেন ভূতভবিষ্যৎ। রাফিদ, ফাতিমা, রিনি কিংবা সোহান এ শূন্যস্থানেরই এক উপাখ্যান। জীবনের সেই শূন্যস্থান পূর্ণতা পেতে পারে কেবল রবের ভালোবাসায়। রবের প্রেম সাধনায়।
Reviews
There are no reviews yet.