Description
প্রতিদিন কত গল্পই তো তৈরি হয় আমাদের চারপাশ ঘিরে। সব কি আর আমাদের মনে থাকে? হয়তো থাকে না। কিন্তু কিছু গল্প আছে, যা আদতে গল্প নয়, আত্মকথা, কিন্তু মনে দাগ কেটে যায় । তেমনই এক বিষয়বস্তু নিয়ে রচিত এই বইটি।
একটি ভ্রূণের হৃদয়-বিদারক অনুভূতি এবং বেঁচে থাকার তীব্র আকুলতা ফুটিয়ে তোলা হয়েছে এ বইটির পাতায় পাতায়। ভ্রূণহত্যার মতো গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখতে এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলতে এমন বইয়ের জুড়ি মেলা ভার।